বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০০৯

ভালবাসি

রজনী গন্ধা প্রিয় ফুল
গোলাপ আরো বেশী
ভালবাসি না বিদেশী ফুল
ভালবাসি দেশী।
ভালবাসি দোয়েল কোয়েল
ভালবাসি টিয়া
আমার দেশকে ভালবাসি
পূর্ণ হৃদয় দিয়া।
এই আকাশকে ভালবাসি
ভালবাসি তার সাজ
ভালবাসি এই স্বাধীনতা
সেই তো মনের তাজ।
ভালবাসি ভোরের নিরবতা
ভালবাসি বাংলা কথা
ভালবাসি রাসূল(সাঃ)কে
ভালবাসি তাঁর প্রথা।
ভালবাসি বাংলা কবিকে
ভালবাসি কবির কবিতাকে
আমি যেন আমার স্বপ্ন খুঁজে পাই
কবির মনোমুগ্ধকর ভাষাতে।
বাংলার সৌন্দর্য বাড়ায় কবি
নিজ লেখা কবিতায়
কবির সব ভালবাসা যেন
কবিতার ভাষায়।
এদেশে থেকে যতই কষ্ট পাই
যতই বন্যায় ভাসি
আমি তাই আমার দেশ এবং
কবিকেই ভালবাসি।

২০০৭, যাত্রাবাড়ী, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন