সোমবার, ৯ এপ্রিল, ২০১২

গুণাবলী

স্বপ্ন দেখায় মানুষ
মানুষই ভাঙ্গার বেলায়
মানুষ মত্ত সর্বক্ষণ
ভাঙ্গা-গড়ার খেলায়।

ভালবাসে মানুষের মন
মানুষই দেয় ব্যথা,
এই মানুষই অপরাধ করে
শোনায় নীতি কথা।

মানুষ দেখে হাজার স্বপন
সাজায় কত নীড়,
মানুষই আবার ব্যথা পেয়ে
হয়ে উঠে অস্থির।

মানুষ কত সুন্দর তবু
কত ব্যথা পায় মনে,
মানুষ মুখে রাখে হাসি
ব্যথা থাকে গোপনে।

এই হলো মানব গুণ
আমরা মানুষ ভাই,
পৃথিবীর সুখ-দুঃখ স'বি
না চাহিতেই পাই।

মানুষ আমি থাকবে সদা
ব্যথা আমার মনে,
কখনো হাসি মাখা মুখ
কখনো বারি নয়নে।

লেখাটি নির্মাণ ম্যাগাজিনের জানুয়ারী সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছে।