শুক্রবার, ১৭ এপ্রিল, ২০০৯

রাসূল (সা)

চোখ দু’টো টানা টানা
মাথায় বাবড়ী চুল
তিনি তো আর কেহ নন
আমাদের প্রিয় রাসূল(সা)।
নবীর কথায় মুসলিম হলেন
আবু বকর, উমর, আলী, উসমান
তিনি আমাদের শ্রেষ্ঠ নবী
স্রষ্টা যাঁকে দিলেন কুরআন।
মিষ্টি মুধুর ভাষায় তিনি
করতেন ব্যবহার,
তাঁর কথাতে মুগ্ধ হয়ে কাফেরও বলতো
বাহ্ কি চমৎকার।
নবীর কথায় সাহাবাগণ
করেন জিহাদের পণ,
সেই নবীজীর আদর্শই
করবো অনুসরণ।
নবীজীর আগমনে আলোকিত ভূবন
তিনি যেন মদীনার ফোটা ফুলমম
তিনি তো আর কেহ নন
প্রিয় মুহাম্মাদ রাসূল(সা)।

১০ সেপ্টেম্বর ২০০৭
যাত্রাবাড়ী, ঢাকা।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০০৯

ভালবাসি

রজনী গন্ধা প্রিয় ফুল
গোলাপ আরো বেশী
ভালবাসি না বিদেশী ফুল
ভালবাসি দেশী।
ভালবাসি দোয়েল কোয়েল
ভালবাসি টিয়া
আমার দেশকে ভালবাসি
পূর্ণ হৃদয় দিয়া।
এই আকাশকে ভালবাসি
ভালবাসি তার সাজ
ভালবাসি এই স্বাধীনতা
সেই তো মনের তাজ।
ভালবাসি ভোরের নিরবতা
ভালবাসি বাংলা কথা
ভালবাসি রাসূল(সাঃ)কে
ভালবাসি তাঁর প্রথা।
ভালবাসি বাংলা কবিকে
ভালবাসি কবির কবিতাকে
আমি যেন আমার স্বপ্ন খুঁজে পাই
কবির মনোমুগ্ধকর ভাষাতে।
বাংলার সৌন্দর্য বাড়ায় কবি
নিজ লেখা কবিতায়
কবির সব ভালবাসা যেন
কবিতার ভাষায়।
এদেশে থেকে যতই কষ্ট পাই
যতই বন্যায় ভাসি
আমি তাই আমার দেশ এবং
কবিকেই ভালবাসি।

২০০৭, যাত্রাবাড়ী, ঢাকা।

রবিবার, ১২ এপ্রিল, ২০০৯

খেদমত

আমরা সবাই আল্লাহর গোলাম
রাসূলের(সাঃ) উম্মাত,
তিনি বাতলে দিয়ে গেছেন
আমাদের নাজাতের পথ।
আমল করলে জান্নাত দেবেন
আল্লাহ্ খুশী হন করলে খেদমত,
আমাদের কি থাকতে পারে
তাঁর সাথে কোন অভিমত?

২০০৭, যাত্রাবাড়ী, ঢাকা।

শনিবার, ১১ এপ্রিল, ২০০৯

আমার কাফেলা বিদায়ের সম্মুখীন

কি লিখবো বলো?
বিদায়ের দরজায় উপনীত হয়ে আজ
ভাষা রুদ্ধ হয়ে গেছে আমার
লেখার গতিও প্রায় নিশ্চল হয়ে গেছে।
মনের গভীরে কত কথা উঁকি দিয়ে যায়
কিন্তু ভাষার পাতায় গিয়ে দেখি আমার
এ মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করার জন্য
একটি শব্দও প্রস্তুত নেই,
বলতে পারো- কেন আজ হৃদয়ের মাঝে
নিষ্ঠুরতার হাহাকার শোনা যায়?
কেন এই বিদায়ের শব্দটির ধ্বনি
শুকনো পাতার মর্মরের ন্যায়,
তাই বিদায়ের প্রাক্কালে আমার এইটুকু কথা
আশা নয়; একান্তই বিশ্বাস করি
আমাকে সবাই অন্তরের অন্তস্থল থেকে ক্ষমা করে দেবে।
আমরা পারিনি পূর্ণ করতে কারো অধিকার
পারিনি আল্লাহ্ ও তাঁর রাসূলের হুকুম
কায়েম করতে এ ঘরে,
আমি অপারগ ছিলাম না কখনো
তবে পারিনি প্রয়োগ করতে
এ আন্তরিক স্বাদে পুরনের।
তাই ক্ষমার নজরে দেখো আমার এই কর্মগুলো
পালন করতে চেষ্টা করো আমার শেষ ইচ্ছা;
এই কামনায়.. .. .. বিদায়!

১৬ মার্চ ২০০৯
যাত্রাবাড়ী, ঢাকা, বাংলাদেশ।