শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

অজানা সুখের হাতছানি

শান্তি ও সুখের অন্বেশীরই
খুজে পায় সে পথের পরিচয়।
চিনতে পারে সে পথ
সেখানের মৃত্যুটাও হয় সুখময়।

যারা ভয়কে পায়ে দলে
সুখকে বিলিন করে।
আমার সকল আন্তরিকতা
সকল ভালবাসা তাদের তরে।

যারা নিজের জীবনকে উৎসর্গ করে
ঢেলে দেয় বুকের তাঁজা খুনকে।
একমাত্র নবী (সঃ) এর মহব্বতে
আর মহান প্রভুর সন্তুষ্টিতে।

একমাত্র তারাই পায় সে পথের ঠিকানা
তারাই হতে পারে মর্দে মুযাহিদ
আল্লাহর বিধান কায়েম করতে
হারাম যাদের সুখ নিদ

আল্লাহর ভালবাসার কারনে
প্রস্তুত হয় জীবন দানে।
জিহাদি লশকর তৈরি করে
অভিষিক্ত হয় মুযাহিদ নামে।


যারা সর্বদাই চায় ইসলামি ঝান্ডা উড্ডীন থাক
মুক্ত সুনীলাকাশ তলে।
দেখতে চায় নির্বিশেষে প্রত্যাশিত নয়নে
মুসলমানের শুভেচ্ছা অন্তিম নিঃশ্বাস পর্যন্ত বিজয়ী কাফেলাকে

হে মর্দে মুজাহিদের দল
তোমাদের প্রতিদান আল্লাহর সান্যিধ্যে কেবল।
দ্বীন কায়েম করতে তোমরা বিলিয়েছ জীবন
ঝরিয়েছ রক্তের ঢল, তোমাদের পাওনা ফেরদৌস জান্নাতুল।

আল্লাহ মহান তোমাদেরে দান করুক তাই
আমরা দু’হাত তুলে সে প্রার্থনাই করে যাই
তোমাদেরই মত আমি ও সকল মুসলমান ভাই
যেন শহীদি মর্তবা পাই।

সোমবার, ৯ এপ্রিল, ২০১২

গুণাবলী

স্বপ্ন দেখায় মানুষ
মানুষই ভাঙ্গার বেলায়
মানুষ মত্ত সর্বক্ষণ
ভাঙ্গা-গড়ার খেলায়।

ভালবাসে মানুষের মন
মানুষই দেয় ব্যথা,
এই মানুষই অপরাধ করে
শোনায় নীতি কথা।

মানুষ দেখে হাজার স্বপন
সাজায় কত নীড়,
মানুষই আবার ব্যথা পেয়ে
হয়ে উঠে অস্থির।

মানুষ কত সুন্দর তবু
কত ব্যথা পায় মনে,
মানুষ মুখে রাখে হাসি
ব্যথা থাকে গোপনে।

এই হলো মানব গুণ
আমরা মানুষ ভাই,
পৃথিবীর সুখ-দুঃখ স'বি
না চাহিতেই পাই।

মানুষ আমি থাকবে সদা
ব্যথা আমার মনে,
কখনো হাসি মাখা মুখ
কখনো বারি নয়নে।

লেখাটি নির্মাণ ম্যাগাজিনের জানুয়ারী সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছে।

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১১

হৃদয় মাঝে আছো তুমি

হৃদয় মাঝে আছো তুমি

থাকবে আজীবন,

তোমার বুকের কাছে থেকে

চাই আমার মরণ।

১১ ডিসেম্বর ২০১০

ভালবাসা তোমায় অন্ধ করে

ভালবাসা তোমায় অন্ধ করে

আমায় করে অবুঝ,

তাই তো তোমায় কাছে চাই

এটাই আমার দোষ।

১১ ডিসেম্বর ২০১০

আদর-সোহাগ যাহাই দিলে

আদর-সোহাগ যাহাই দিলে

বাদ পড়েনি যন্ত্রণা,

তুমি আমার দুঃখ-সুখে

একমাত্র সান্ত্বনা।

১৮ জুলাই ২০১০

বিরহী জীবনে তুমি এলে

বিরহী জীবনে তুমি এলে

সুখের সাথে দুঃখের বাতি জ্বেলে,

সেই জ্বালাতে জ্বলছি অমানিশি

বর্তমানে দুঃখের রাজ্যে আছি।

১৮ জুলাই ২০১০

হৃদয়ের যত লেনা-দেনা হয়েছে

হৃদয়ের যত লেনা-দেনা হয়েছে

এতেই হাজার শুকরিয়া,

দোয়া শুধু এই, সুখী যেন হই

উভয়ে উভয়কে দিয়া।

১৬ এপ্রিল ২০১০